শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
The Daily Post

হালদা থেকে বালু উত্তোলনের দায়ে জরিমানা 

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হালদা থেকে বালু উত্তোলনের দায়ে জরিমানা 

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 

সোমবার (১৩ মার্চ) উপজেলা ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট কলেজ সংলগ্ন হালদা পয়েন্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ওই এলাকার মোহাম্মদ দেলোয়ার হোসেনের পুত্র মোহাম্মদ মানিক ও একই ইউনিয়নের মান্দাকিনী এলাকার মোহাম্মদ আব্দুল মিয়ার পুত্র মোহাম্মদ হাসান। তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 

এবিষয়ে ইউএনও বলেন, ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করে হালদা পয়েন্ট থেকে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়া ওই পয়েন্ট থেকে জব্দকৃত ০৮ ট্রাক বালু ফরহাদাবাদ সেইফ হোমে দেয়া হয়। হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্যরা সহযোগিতা করেন।

টিএইচ